সোমবার (৫ ফেব্রুয়ারি) মালদ্বীপ বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে বলা হয়, মালদ্বীপে জরুরি অবস্থা জারি করায় দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্কভাবে চলাফেরা করতে বলা হয়েছে।
অপ্রয়োজনে কর্মস্থল ছাড়া অন্য কোনো স্থানে অবস্থান না করা। অবসরে নিজ আবাসে অবস্থান করা। সভা-সমাবেশ ও ভিড় এড়িয়ে চলতে বলা হয়েছে দেশটিতে অবস্থানরত সব বাংলাদেশিকে।
রাজনৈতিক সংকট ঘণীভূত হওয়ায় সোমবার (৫ ফেব্রুয়ারি) দেশটির প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন ১৫ দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেন।
এর আগে, প্রেসিডেন্টের অভিশংসন বা গ্রেফতারে সুপ্রিম কোর্টের পদক্ষেপ রুখতে সেনাবাহিনীকে নির্দেশ দেন ইয়ামিনের সরকার।
বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৮
কেজেড/আরআইএস/