মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ফরিদপুর শহরের টেপাখোলা বাজারের উরবি মেডিকেল হলে অভিযান চালিয়ে ভুয়া এ দুই ডাক্তারকে আটক করা হয়।
ফরিদপুর র্যাবের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন জানান, ভুয়া এ দুই ডাক্তার চিকিৎসা শাস্ত্রে কোনো ডিগ্রিধারী না হয়েও নিজেদের ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের জটিল রোগের চিকিৎসা দিয়ে আসছিলেন।
একটি বিশেষ আভিযানিক দল টেপাখোলা বাজারের উরবি মেডিকেল হলে অভিযান পরিচালনা করে ওই দুই ভুয়া ডাক্তারকে আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ মল্লিক জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৮
এমজেএফ