ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে দুই ভুয়া ডাক্তার আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৮
ফরিদপুরে দুই ভুয়া ডাক্তার আটক র‌্যাবের হাতে আটক ভুয়া দুই ডাক্তার

ফরিদপুরে অভিযান চালিয়ে দুই ভুয়া ডাক্তারকে আটক করেছেন র‌্যাব সদস্যরা। আটকরা হলেন, শহরের কমলাপুরের নাজিম উদ্দিন মোল্যার ছেলে খাইরুজ্জামান ওরফে মামুন (৪৫) ও টেপাখোলার সতীনাথ বিশ্বাসের ছেলে সত্য রঞ্জন বিশ্বাস (৬৫)।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ফরিদপুর শহরের টেপাখোলা বাজারের উরবি মেডিকেল হলে অভিযান চালিয়ে ভুয়া এ দুই ডাক্তারকে আটক করা হয়।

ফরিদপুর র‌্যাবের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন জানান, ভুয়া এ দুই ডাক্তার চিকিৎসা শাস্ত্রে কোনো ডিগ্রিধারী না হয়েও নিজেদের ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের জটিল রোগের চিকিৎসা দিয়ে আসছিলেন।

একটি বিশেষ আভিযানিক দল টেপাখোলা বাজারের উরবি মেডিকেল হলে অভিযান পরিচালনা করে ওই দুই ভুয়া ডাক্তারকে আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ মল্লিক জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৮
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।