মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর শহরের উত্তর আলীপুর এলাকার রেললাইন সংলগ্ন নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
আমেনা ফরিদপুর শহরের উত্তর আলীপুর এলাকার আটো চালক মোজাহের শেখের স্ত্রী।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে আক্কাস মা আমেনার কাছে নেশার জন্য টাকা চায়। এ নিয়ে মা-ছেলের মধ্যে বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে আক্কাস ক্ষিপ্ত হয়ে সেখানে থাকা দা দিয়ে তার মাথায় কোপ দেন। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর জেনারেল হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন জানান, এ ঘটনার পর আক্কাস পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। কয়েকদিন আগেই তিনি জামিনে ছাড়া পেয়েছেন।
ফরিদপুর কোতয়ালী থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরহাদ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৮
আরবি/