মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে মালিকবিহীন অবস্থায় জাটকাগুলো জব্দ করা হয়।
পাগলা কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. এম এনায়েত উল্লাহ (বিএন) বাংলানিউজকে জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে ধলেশ্বরী নদীতে অভিযান চালায় কোস্টগার্ড।
বিকেলে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হকের কাছে জাটকাগুলো হস্তান্তর করা হলে জেলার ১১টি মাদ্রাসা ও এতিমখানায় তা বিতরণ করা হয়।
জাটকা নিধন প্রতিরোধ নিশ্চিতকরণ ও জাতীয় স্বার্থ রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৮
এসআরএস