মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ১টায় নেতাকর্মীসহ হাসপাতালে যান বিএনপির এই নেতা। এসময় আবু বকরের শয্যাপাশে কিছু সময় কাটান এবং তার চিকিৎসার খোঁজ-খবর নেন।
এরআগে বেলা ১১টার দিকে সামসুদ্দিন দিদার মোবাইল ফোনে বকরের চিকিৎসার সার্বিক খোঁজ-খবর নেন। পরে চিকিৎসার খোঁজ নেওয়ার জন্য স্থানীয় নেতাদের বলেছেন জানিয়ে তিনি এ ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেন।
সোমবার (৫ জানুয়ারি) খালেদা জিয়ার গাড়িবহর সিলেট সার্কিট হাউসে প্রবেশকালে পেশাগত দায়িত্ব পালন করছিলেন সিলেটে বাংলানিউজের স্টাফ ফটো করেসপন্ডেন্ট আবু বকর। এসময় বিএনপি নেতা-কর্মীদের ধাক্কাধাক্কি শুরু হয়। তখন খালেদা জিয়াকে বহন করা গাড়িটির একটি চাকা উঠে যায় বকরের ডান পায়ের উপর। চালকের অসাবধানতায় এ দুর্ঘটনায় ভেঙে যায় বকরের গোঁড়ালির হাড়।
তাৎক্ষণিক সহকর্মীরা তাকে উদ্ধার করে ভর্তি করেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলার ৯ নম্বর ওয়ার্ডে। রাতেই তার পায়ে অস্ত্রোপচার করা হয়।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৮
এনইউ/এএ