মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় মতিঝিলে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির যৌথ মালিক-শ্রমিক সভায় একথা বলেন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।
এনায়েত উল্লাহ আরও বলেন, বিএনপি-জামায়াতের কঠোর আন্দোলন মানে জ্বালাও-পোড়ায় ও নাশকতা।
তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরও বলেন, সারাদেশে গাড়ি স্বাভাবিক নিয়মে চলবে। টার্মিনালে যাতে হামলা না হয় তার জন্য মালিক-শ্রমিকরা মাঠে থাকবে।
তাদের সহিংস জ্বালাও পোড়ায় আন্দোলন পরিবহন মালিক শ্রমিক শক্তভাবে প্রতিহত করা হবে বলেন খন্দকার এনায়েত উল্লাহ।
তিনি গাড়ি মালিকদের উদ্দেশ্য বলেন, প্রতিটি গাড়িতে অগ্নি নির্বাপক যন্ত্র রাখতে হবে।
চার টার্মিনালে ১৫ হাজার মালিক শ্রমিক অবস্থান নেবে। নাশকতা করতে এলে সমুচিত জবাব দেয়া হবে।
খন্দকার এনায়েম উল্লাহ এসময় জানান, ৮ ফেব্রুয়ারির পর বিএনপি যদি হরতাল দেয় তাহলে ঢাকার ও আশপাশের সব ধরনের যানবাহন চলবে। তবে দূরপাল্লায় যাত্রী পাওয়া স্বপক্ষে যান চলবে।
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৮
এসএ/এসএইচ