মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে সুন্দরবনের কালাবগি ফরেস্ট অফিস সংলগ্ন ঝনঝনিয়া খাল এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।
বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট আব্দুল্লাহ-আল-মাহমুদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দাকোপ থানার কালাবগি ফরেস্ট অফিস সংলগ্ন ঝনঝনিয়া খাল এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড পশ্চিমজোনের সিজি আউটপোস্ট নলিয়ান এর একটি টহল দল।
পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধারকৃত হরিণের মাংস, মাথা ও চামড়া কালাবগি ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, ০৬ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ