ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নাটোরে লালন একাডেমির ভবন ও স্থায়ী মঞ্চ নির্মাণ শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৮
নাটোরে লালন একাডেমির ভবন ও স্থায়ী মঞ্চ নির্মাণ শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: নাটোর সদর উপজেলার জালালাবাদ গ্রামে লালন একাডেমির ভবন ও স্থায়ী মঞ্চ নির্মাণ শুরু হয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার জেলা প্রশাসক শাহিনা খাতুন এ নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার বানু, লালন একাডেমির উপদেষ্টা ও নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন, তেবাড়িয়া  ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ওমর আলী প্রধান, লালন একাডেমির সভাপতি আব্দুল লতিফ চিসতি, সাধারণ সম্পাদক সৌরভ হোসেন, জমিদাতা শরিফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

লালন একাডেমির সভাপতি আব্দুল লতিফ চিসতি বাংলানিউজকে জানান, মোট ৩৯ শতাংশ জমির ওপর একটি স্থায়ী মঞ্চ ও একটি নিজস্ব ভবন নির্মাণ করা হচ্ছে। যেখানে বিভিন্ন অনুষ্ঠান করাসহ লালন চর্চা করা হবে। নাটোর জেলা ও সদর উপজেলা প্রশাসন দু’টি প্রকল্পের মাধ্যমে এ ভবন ও মঞ্চ নির্মাণ করছে। এতে মঞ্চ বাবদ ৫০ হাজার এবং ভবন নির্মাণে ২ লাখ ৯৭ হাজার টাকা ব্যয় হবে।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।