মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। এসময় হামলাকারীরা কলেজের অধ্যক্ষের কার্যালয়সহ দুটি কক্ষ ভাঙচুর ও কাগজপত্র তছনছ করে।
ইনস্টিটিউটের অধ্যক্ষ মাহবুবুর রহমান বাংলানিউজকে বলেন, দুপুরে কলেজের সহকারী স্টোর কিপার জাহাঙ্গীর আলম সিটি কলেজের সামনের একটি দোকানে মোবাইল ফোনে টাকা রিচার্জ করতে যান। এ সময় দোকান মালিক রানা ও তার মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রানা জাহাঙ্গীরকে মারধর করেন। এ সময় জাহাঙ্গীর তার বিরুদ্ধে মামলা করবেন বলে হুমকি দিয়ে কলেজে চলে আসেন। পরে এ ঘটনার জের ধরে রানার নেতৃত্বে ৮ থেকে ১০ যুবক কলেজে হামলা করে ভাঙচুর করেন।
এ ঘটনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে থানায় মামলা করা হবে বলে জানিয়েছেন অধ্যক্ষ।
এদিকে, এ হামলার জন্য সরকারি সিটি কলেজ শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূর-ফয়সাল আহমেদ প্রত্যয়কে দায়ী করছেন অধ্যক্ষ মাহবুবুর রহমান।
তবে ছাত্রলীগ নেতা প্রত্যয় হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, হামলার ঘটনা দেখতে সার্ভে ইনস্টিটিউটে গিয়েছিলাম।
রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বাংলানিউজকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৮
এসএস/টিএ