ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পুরনো এমপিরাও ঢাকায় প্লট চান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৮
পুরনো এমপিরাও ঢাকায় প্লট চান

ঢাকা: রাজধানীতে নতুন সংসদ সদস্য যাদের ঢাকায় কোনো প্লট নেই তাদের প্লট দেওয়ার চিন্তা-ভাবনা করছে সরকার। গতকাল (৫ ফেব্রুয়ারি) সংসদে নতুন এমপিদের সুখবরের কথা জানানো হয়। ঠিক একদিন পরেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে শুধু নতুন নয়, পুরনো এমপিরাও ঢাকায় প্লট চেয়েছেন।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে আওয়ামী লীগের সিনিয়র সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার দাবি উত্থাপন করে বলেন, এক্ষেত্রে প্রবীণদের অগ্রাধিকার দিতে হবে।
 
কমিটির সভাপতি দবিরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে ছিলেন কামাল আহমেদ মজুমদার, জাহিদ আহসান রাসেল, এ কে এম ফজলুল হক, আবু জাহির, আবু সালেহ মোহাম্মদ সাঈদ (দুলাল), নূরজাহান বেগম ও নূর-ই-হাসনা লিলি চৌধুরী।


 
এ সময় গৃহায়ন ও গণপূর্ত সচিব ও রাজউক চেয়ারম্যানের পাশাপাশি গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
কমিটির পরবর্তী বৈঠকে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের উপস্থিতিতে এ বিষয়ক সিদ্ধান্ত চূড়ান্তের ব্যাপারে ঐক্যমত পোষণ করেন।
 
বৈঠকে আওয়ামী লীগের সংরক্ষিত সংসদ সদস্য নূরজাহান বেগম বৈঠকে নতুন এমপিদের প্লট বরাদ্দের বিষয়টি আলোচনায় আনেন। তিনি এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার তাগিদ দেন। এ সময় কামাল আহমেদ মজুমদার বলেন, শুধু নতুন এমপিদের প্লট দেওয়া উচিত নয়। পুরনো এমপিদের মধ্যে যারা কখনো ঢাকায় প্লট বরাদ্দ পায়নি, তাদেরও বিবেচনায় রাখা উচিত। আর এক্ষেত্রে প্রবীণদের অগ্রাধিকার দেওয়া উচিত।
 
কমিটির বিরোধীদলীয় সদস্য নূর-ই-হাসনা লিলি চৌধুরীও কামালের এ বক্তব্যে সমর্থন জানান। এরই পরিপ্রেক্ষিতে নিজের বাবার (আবু জাফর মোহম্মদ মাইনুদ্দিন) সংসদ সদস্য থাকার কথা স্মরণ করিয়ে দিয়ে নূরজাহান বেগম বলেন, ‘তাহলে আমি দু’টি প্লট পাবো। ’
 
এ সময় গৃহায়ন ও গণর্পূত সচিব মো. শহীদ উল্লা খন্দকার প্রস্তাব দেন, পরবর্তী বৈঠকে মন্ত্রীর উপস্থিতিতে এ বিষয়ক সিদ্ধান্ত চূড়ান্ত করা যেতে পারে।
 
কমিটির সভাপতি দবিরুল ইসলামসহ সব সদস্য তার এ প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেন।
 
এদিকে বৈঠকে কমিটির সদস্যদের প্রশ্নের জবাবে গৃহায়ন ও গণর্পূত সচিব বলেন, সংসদ সদস্যদের প্লট দেওয়ার জন্য ঢাকায় জায়গা নেই তা বলা যাবে না। আবার আছে তা-ও বলা যাবে না।
 
এ সময় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান এম বজলুল করিম চৌধুরী কমিটিকে জানান, সরকারের নির্দেশ পেলেই প্লট দেওয়া যাবে।
 
বৈঠকে উত্থাপিত রাজউকের এক নথিতে বলা হয়েছে, নির্বাচিত সংসদ সদস্যদের ১৫৭ প্লট ও ৪টি ফ্ল্যাট বরাদ্দ দিয়েছে বর্তমান সরকার।
 
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৮
এসএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।