ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে ৪ লেন সড়ক নির্মাণ কাজ শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৮
ঠাকুরগাঁওয়ে ৪ লেন সড়ক নির্মাণ কাজ শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও শহরের প্রধান সড়কের চার লেনের নির্মাণ কাজ শুরু হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও অপরাজয় ৭১-এর মাঠ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে শহরের চৌরাস্তা থেকে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী মোড় পর্যন্ত সাড়ে চার কিলোমিটার সড়ক ও দু’টি ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি।

এসময় জেলা পরিষদের চেয়ারম্যান সাদেক কুরাইশী, সড়ক জনপথের নির্বাহী প্রকৌশলী মুখলেছুর রহমান, মোতাহার আরী, ড. মুহম্মদ শহীদ উজ জামান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সরকারের অর্থায়নে প্রায় ৫৬ কোটি টাকা ব্যয়ে চার লেনের সড়ক প্রশস্তের কাজ বাস্তবায়ন করছে সড়ক জনপথ বিভাগ।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।