মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার দিকে কুয়াশার প্রভাব বাড়তে থাকলে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ। ঘাট এলাকায় বর্তমানে ২ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আছে।
শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসি’র সহকারী ব্যবস্থাপক মো. জসিম বাংলানিউজকে জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে চালকরা মার্কিং পয়েন্ট ও বিকন বাতি দেখতে না পারায় ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এসময় মাঝ পদ্মার বিভিন্ন পয়েন্টে ছোট-বড় ৬টি ফেরি নোঙর করে রাখা হয়েছে। কুয়াশার প্রভাব কেটে গেলে ফেরি চলাচল সচল হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ০২২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৮
আরআর