ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে বাস চাপায় নিহত ৫

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৮
ফরিদপুরে বাস চাপায় নিহত ৫ নিহত চারজনের মরদেহ। ছবি: বাংলানিউজ

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, খুলনা থেকে গাজীপুরগামী ইমা পরিবহনের যাত্রীবাহী ওই বাস মালিগ্রাম থেকে ভাঙ্গাগামী ইজিবাইকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়।

এতে ঘটনাস্থলেই ইজিবাইকের চালক ও তিন যাত্রীসহ পাঁচজনের মৃত্যু হয়। বাসের চাপায় দুমড়ে-মুচড়ে গেছে ইজিবাইক।                                          ছবি: বাংলানিউজপ্রাথমিকভাবে দু’জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ইজিবাইকের চালক মালিগ্রামের সেকেন শেখের ছেলে আবুল শেখ (৩৫), ভাঙ্গা পৌরসভার চৌধুরীকান্দা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী খালেদা বেগম (২৫)।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।

গতকালও (৬ ফেব্রুয়ারি) ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় তিনজন ও ফরিদপুর সদর তিনজন মিলিয়ে মোট ছয়জন নিহত হন। আর বুধবার নিয়ে দু’দিনে ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হলো।

বাংলাদেশ সময়: ০৯০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৮/ আপডেট: ০৯৫১ ঘণ্টা
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।