ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৭ ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৮
৭ ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু

মুন্সীগঞ্জ: ঘন কুয়াশার কারণে সাতঘণ্টা বন্ধ থাকার পর মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টা থেকে বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা পর্যন্ত ঘন কুয়াশার কারণে নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় মাঝ পদ্মায় নোঙরে থাকা ছয়টি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে ছেড়ে গেছে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট উপ-মহাব্যবস্থাপক মো. খালেদ নেওয়াজ বাংলানিউজকে জানান, সাতঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে ও মাঝ পদ্মায় নোঙরে থাকা ৬টি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে চলাচল শুরু করেছে।

বর্তমানে ঘাট এলাকায় ৩ শতাধিক যানবাহন পারের অপেক্ষায় আছে। ঘন কুয়াশার পরিমাণ বেড়ে গেলে ফেরিচালকরা মার্কিং পয়েন্ট ও বিকন বাতি না দেখতে পারার ফলে ফেরি চলাচল বন্ধ রাখে। তবে বর্তমানে কুয়াশা কমে যাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।