ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে বাসের ধাক্কায় নারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৮
কক্সবাজারে বাসের ধাক্কায় নারীর মৃত্যু

কক্সবাজার: কক্সবাজারে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় হাসিনা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) ভোরে পৌরসভার প্রধান সড়কের পালের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে। হাসিনা কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়োর্ডের নতুন বাহারছড়ার ৬ নম্বর ঘাট এলাকার রুহুল আমিনের স্ত্রী বলে জানা গেছে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) মাঈন উদ্দিন বাংলানিউজকে জানান, ভোরে ওই প্রধান সড়ক দৌড়ে পার হওয়ার সময় হানিফ পরিবহনের দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কায় হাসিনা বেগম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা আছে। এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ফেব্রয়ারি ০৭, ২০১৮
টিটি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।