তা সত্ত্বেও রাজধানীর প্রেসক্লাবের সামনে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) চলমান অনশন কর্মসূচি অব্যাহত থাকার সিদ্ধান্তের কথা জানিয়েছেন আন্দোলনকারীরা।
বুধবার (৭ ফেব্রুয়ারি) প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে সিএইচসিপি আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
সিএইচসিপি'র আহ্বায়ক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা মো. কামাল হোসাইন সরকার, সদস্য সচিব মো. নঈম উদ্দীন, জারর রহমান, ইশতিয়াক আহমেদসহ প্রমুখ।
বক্তারা বলেন, আমরা আমাদের আন্দোলনের মাঠ একবার ছেড়ে দিলে অস্তিত্বের সংকটে পড়ে যাবো। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমঝোতায় থেকেই আমাদের কর্মসূচি চলবে। যদিও পুলিশ-প্রশাসন থেকে আমাদেরকে আমাদের নিরাপত্তার খাতিরে আপাতত কর্মসূচি বন্ধ করার জন্য জানানো হয়েছে। তবুও আমরা থাকবো।
এছাড়া প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বক্তারা আরও বলেন, আমরা বঙ্গবন্ধু আদর্শের সৈনিক। হাসপাতালে মানুষের সেবার কাজ বাদ দিয়ে আমরা রাজপথে আন্দোলন করতে চাই না। আমাদের রাজস্বকরণের দাবি মেনে নিন। গত পহেলা জানুয়ারি থেকে আমরণ কর্মসূচিতে গিয়ে ইতোমধ্যে প্রায় ৭৫ জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৮
এমএএম/এএটি