দুপুর সোয়া ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
গত রোববার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ এসেছিলেন সুইস প্রেসিডেন্ট।
সফরকালে আঁলা বেরসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। একইদিন তিনি ধানমন্ডিতে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি আনুষ্ঠানিক বৈঠক করেন। যোগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেওয়া নৈশভোজে।
সফরের তৃতীয়দিন মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) প্রেসিডেন্ট বেরসে কক্সবাজারের কুতুপালং ক্যাম্প পরিদর্শন করেন। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা উদ্বাস্তুদের দুর্দশা সরেজমিনে দেখেন এবং তাদের সঙ্গে কথা বলেন। রোহিঙ্গা সংকটের শুরু থেকেই সুইজারল্যান্ড মানবিক সহায়তা দিয়ে আসছে। সফরকালে তিনি নাগরিক সমাজের প্রতিনিধি ও বাংলাদেশে সক্রিয় সুইস ব্যবসায়ী সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়াও তিনি ঢাকা আর্ট সামিট পরিদর্শনে যান।
বাংলাদেশ সফর শেষের আগে রোহিঙ্গাদের সহায়তার জন্য ১০৭ কোটি টাকার বেশি দেওয়ার ঘোষণা দিয়ে যান সুইস প্রেসিডেন্ট।
বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, জানুয়ারি ৭,২০১৮
কেজেড/জেডএস