ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাণিজ্যমেলায় র‌্যাফেল ড্র বন্ধে আদালতের নিষেধাজ্ঞা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৮
বাণিজ্যমেলায় র‌্যাফেল ড্র বন্ধে আদালতের নিষেধাজ্ঞা

বাগেরহাট: বাগেরহাটে বাণিজ্যমেলায় ‘দৈনিক স্বপ্নছোঁয়া’ র‌্যাফেল ড্র বন্ধে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

বুধবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট সহকারী জজ আদালতের বিচারক আবু হাসান খায়রুল্লাহ এ আদেশ দেন। পাশাপাশি মেলায় অবৈধভাবে র‌্যাফেল ড্র পরিচালনার জন্য আয়োজক কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শাতে বলা হয়।

এরআগে জনস্বার্থে আদালতে একটি মামলা দায়ের করেন রামপাল উপজেলার শিকদার কাইজার ও শেখ বেল্লাল হোসেনসহ ১০ জন। বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি ড. আজাদ ফিরোজ টিপু বাংলানিউজকে বলেন, র‌্যাফেল ড্র-এর কারণে এসএসসি পরীক্ষার্থীদের পড়ালেখায় সমস্যা, এলাকায় আর্থিক ক্ষতি, চুরি, ডাকাতি ও ছিনতাই বৃদ্ধি পেয়েছে। তাই জনস্বার্থে র‌্যাফেল ড্র বন্ধে আদালতে একটি মামলা দায়ের করা হয়। এ পরিপ্রেক্ষিতে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।