ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইয়াবা ব্যবসায় জড়িত প্রমাণ পেলে মনোনয়ন চাইবো না

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৮
ইয়াবা ব্যবসায় জড়িত প্রমাণ পেলে মনোনয়ন চাইবো না

জাতীয় সংসদ ভবন থেকে: কোনো মিডিয়া যদি প্রমাণ করতে পারে ইয়াবা ব্যবসার সঙ্গে আমি জড়িত বা ইয়াবা ব্যবসায়ীর সঙ্গে গত ৯ বছরে একবার কথা বলেছি, চাঁদা নিয়েছি তাহলে; আগামী নির্বাচনে মনোনয়ন চাইবো না বলে মন্তব্য করেছেন কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আব্দুর রহমান বদি।

বুধবার (০৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে আব্দুর রহমান বদি এ কথা জানান।

বদি বলেন, কিছু মিডিয়া সরকারকে, আমাকে হেয় করার জন্য প্রচার করে বদি ইয়াবা পাচার করে, উদ্দেশ্যমূলকভাবে আমাকে ইয়াবা গডফাদার বানায়।

অথচ কেউ প্রমাণ করতে পারবে না আমি কোনো ইয়াবা ব্যবসায়ীর সঙ্গে ফোনে কথা বলেছি, চাঁদা নিয়েছি। এটা কেউ প্রমাণ দিতে পারলে আমি খুশি হবো। আমি বিনা ভোটে এমপি হয়ে সংসদে আসিনি।  

তিনি বলেন, যদি কেউ প্রমাণ করতে পারে আমি গত ৯ বছরে কোনো ইয়াবা ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি, তাহলে আমি প্রধানমন্ত্রীর সম্মানার্থে, নিজের সম্মানার্থে আগামী নির্বাচনে মনোনয়ন চাইবো না।

এ সময় রোহিঙ্গা সমস্যার কথা তুলে ধরে বলেন, এতো রোহিঙ্গা নিয়ে আমরা সমস্যার মধ্যে আছি। যেখানে যে অবকাঠামো নির্মাণ করা হয়েছে তা অপরিকল্পিত। যে ঘর করা হয়েছে বর্ষার সময় পাহাড়ি ঢলে তা ভেঙে যাবে। এতে অনেক রোহিঙ্গা মারা যাওয়ার ঝুঁকি রয়েছে।  

‘রোহিঙ্গাদের কারণে এলাকার মানুষের জমি দখল হয়ে গেছে। তারা চাষাবাদ করে খেতে পারছে না। অনেক বেকার যুবক আছে। সেখানে যেসব এনজিও কাজ করছে সেই এনজিওগুলোতে যাতে চাকরি হয় সেই ব্যবস্থা করতে হবে’।  

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৮ 
এসকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।