ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীর মোড়ে মোড়ে পুলিশের সতর্ক অবস্থান

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
রাজধানীর মোড়ে মোড়ে পুলিশের সতর্ক অবস্থান সতর্ক অবস্থান নিয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা/ ছবি-সুমন শেখ

ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্টের দুর্নীতির মামলায় খালেদা জিয়ার রায় ঘোষণাকে কেন্দ্র করে নগরজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নগরীর বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে সতর্ক অবস্থান নিয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) সকাল থেকে মৎস্য ভবন, হাইকোর্ট থেকে দোয়েল চত্বর এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

শিক্ষা ভবনের সামনে বিপুল সংখ্যক র‌্যাব সদস্যও মোতায়েন রয়েছেন।

পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। প্রস্তুত রাখা হয়েছে এপিসি, প্রিজনভ্যান, জলকামান।

পুলিশের টহল টিম এবং র‌্যাব সদস্যদের টহল টিমকে কিছুক্ষণ পর পরই সড়কজুড়ে টহল দিতে দেখা গেছে।

হাইকোর্টের কদমফোয়ারা এলাকায় পথচারী থেকে শুরু করে সবাইকেই তল্লাশির মধ্য দিয়ে যেতে হচ্ছে।

এদিকে সকাল ৮টা ২০ মিনিটে কদমফোয়ারা এলাকা পরিদর্শনে আসেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

এ সময় নগরীর নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ঢাকায় নিরাপত্তার কোনো ঘাটতি নেই, কারো কোনো ধরনের শঙ্কার কারণ নেই। নগরজুড়ে পুলিশ সদস্যরা পূর্ণ প্রস্তুত রয়েছেন।

নগরবাসীকে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, আপনারা স্বাভাবিকভাবে আপনাদের দায়িত্বপালন করুন। যদি কেউ কোনো ধরনের অপতৎরতা চালানোর চেষ্টা করে কঠোর হাতে দমন করা হবে। আমাদের পুলিশের পূর্ণ প্রস্তুতি রয়েছে।

বাংলাদেশ সময়: ০৯০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮,২০১৮
আরএম/পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।