ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘ফিরোজা’কে ঘিরে কঠোর নিরাপত্তা 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
‘ফিরোজা’কে ঘিরে কঠোর নিরাপত্তা  গুলশান-২ এর  বিএনপি প্রধানের বাসভবন ‘ফিরোজা’কে ঘিরে ৭৯ নম্বর সড়কে কড়া নিরাপত্তা। ছবি:জিএম মুজিবুর/বাংলানিউজ

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে  করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে গুলশান-২ এর  বিএনপি প্রধানের বাসভবন ‘ফিরোজা’কে ঘিরে।  

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) সকাল ৭টায় গুলশান ২ নম্বরের ৭৯ নম্বর সড়কের ‘ফিরোজা’ বাড়িটির আশপাশে গিয়ে এমনটা দেখা গেছে।  

সরেজমিনে দেখা যায়, ৭৯ নম্বর সড়কে কোনো গাড়ি ঢুকতে দেওয়অ হচ্ছে না।

সড়কের দুইপাশেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাও অবস্থান নিয়েছেন সেখানে। স্থানীয় বাসিন্দাদেরও ভেতরে যাওয়ার ক্ষেত্রে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে।  

তবে গুলশান-২ নম্বর গোল চত্বর থেকে ইউনাইটেড হাসপাতাল পর্যন্ত পুরো  এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে দুই নম্বর গোল চত্বর থেকে ৭৯ নম্বর সড়কের আশপাশে কোনো গাড়ি  ও মোটরসাইকেল প্রবেশে বাধা দিচ্ছে পুলিশ।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা বাংলানিউজকে বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় আসরা এখানে অবস্থান নিয়েছি।  

** রাজধানীর মোড়ে মোড়ে পুলিশের সতর্ক অবস্থান

এদিকে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির বাংলানিউজকে জানান, সকাল ১০টায় গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে আদালতের উদ্দেশে যাত্রা করবেন খালেদা জিয়া।  

এর আগে চলতি বছরের জানুয়ারির শেষ সপ্তাহে যুক্তিতর্ক শেষে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার জন্যে বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) দিন ধার্য করেন আদালত।  

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
এমএইচ/আরআইএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।