বিগত দিনে আদালত প্রাঙ্গণে সংবাদকর্মীদের প্রবেশে বাধা-নিষেধ না থাকলেও বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) সকাল থেকে বকশীবাজার মোড়ে অবস্থান করতে হচ্ছে তাদের। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে আদালতে প্রবেশের জন্য অনুমতিপত্র দেখাতে হবে।
চকবাজার থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হক বাংলানিউজকে বলেন, আজ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। লিস্টে যাদের নাম আছে কেবল তাদেরই আদালত প্রাঙ্গণে প্রবেশ করতে দেওয়া হবে।
লিস্টের বাইরে আইনজীবীদেরও আদালত প্রাঙ্গণে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালত চত্বরের বাইরের এলাকাতেও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছেন। নিরাপত্তা ব্যবস্থায় পুলিশ-র্যাবের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা বাহিনীর সদস্যরা নিয়োজিত আছেন।
আদালত এলাকায় যানবাহন চলাচল শিথিল রয়েছে। দু’একটি রিকশা যাত্রী নিয়ে এলেও তাদেরও দাঁড়াতে দিচ্ছেন না আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুরো এলাকায় মোটরযানের উপস্থিতি নেই বললেই চলে।
ইতোমধ্যে আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার অন্যতম দুই আসামি কাজী সালিমুল হক কামাল ও সরফুদ্দিন আহমেদকে আদালত প্রাঙ্গণে নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
এজেডএস/এএম/এমজেএফ