খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় ঘোষণার সংবাদ সংগ্রহ করতে এসে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে নানাবিধ পক্রিয়া মেনে আদালত প্রাঙ্গণে প্রবেশ করেন সংবাদকর্মীরা।
এ অবস্থাকে হয়রানি বলে অভিহিত করে এক নারী সংবাদকর্মী বলে ওঠেন, তারা (আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা) আদালত বিটের রিপোর্টারদেরও চেনে না!
নাম-মোবাইল নম্বর লিখে আদালতে প্রবেশের অনুমতি মিললেও নিরাপত্তা বাহিনীর তৎপরতা কিংবা আদালত এলাকার ছবি বা ভিডিও ধারণ করা নিষেধ করেছেন আইন-শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিতরা।
মামলার বিচারিক কার্যক্রম চলা বিগত দিনগুলোতে আদালত চত্বর থেকে সরাসরি সংবাদ সংগ্রহ ও প্রচার করা গেলেও রায় ঘোষণার দিনে কোনো ক্যামেরা প্রবেশ করতে দেয়নি আইন-শৃঙ্খলা বাহিনী।
বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
এএম/এমজেএফ