এদিকে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে আজিমপুর, নীলক্ষেত, টিএসসি ও বকশীবাজার মোড় এবং আলিয়া মাদ্রাসার মাঠসহ আশপাশের এলাকায়।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে এসব এলাকায় এমন চিত্র দেখা গেছে।
আইন-শৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, খালেদা আদালতে আসার সময় এবং রায়কে কেন্দ্র করে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই জন্য আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।
এছাড়া যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছেন।
এসব এলাকায় সরেজমিনে দেখা গেছে, নিরাপত্তার স্বার্থে যান চলাচল সীমিত করে রাখা হয়েছে এবং বিভিন্ন স্থানে বসানো হয়েছে চেকপোস্ট। সন্দেহভাজন কাউকে দেখলেই তল্লাশি করেছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
তবে রায়কে কেন্দ্র করে গত দুইদিন ধরে রাজধানীতে আতঙ্ক সৃষ্টি হয়েছে এ বিষয়টি মাথায় রেখে বকশীবাজারসহ আশপাশের এলাকায় জন সাধারণের চলাফেরা কম।
বকশীবাজার এলাকায় নিয়োজিত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (লজেস্টিক) জেরিন আক্তার বাংলানিউজকে বলেন, পূর্ব নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি। ঢাকা মহানগর পুলিশ কমিশনার এসেছিলেন তার নির্দেশ অনুযায়ী কাজ চলছে।
বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
এমএসি/আরআইএস/