ঢাকা: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ আদালত চত্বর পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেছেন, সাইবার থেকে একটি গোষ্ঠী জনগণের মধ্যে অপপ্রচার করছে। এ সময় জনগণকে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ জানান তিনি।
বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় বকশীবাজার আদালত প্রাঙ্গণ এলাকা পরির্দশন শেষে বেরিয়ে যাওয়ার সময় এ অনুরোধ জানান বেনজীর আহমেদ।
এর আগে ওই এলাকা পরিদর্শন করেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
এ সময় ডিএমপি কমিশনার বলেন, একটি রায়কে কেন্দ্র করে নগরবাসীর মনে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। তাই জনগণের জানমালের নিরাপত্তায় শহরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেউ ভয়ভীতি দেখালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জিয়া অরফানেজ ট্রাস্টের দুর্নীতির মামলায় খালেদা জিয়ার রায় ঘোষণাকে কেন্দ্র করে নগরজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নগরীর বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে সতর্ক অবস্থান নিয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
এডেজএস/জেডএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।