বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের সামনে সরেজমিনে দেখা যায়, পুলিশ ও র্যাব সদস্যদের টহল। সাদা পোশাকধারী গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে।
কারাগারে সামনের অংশে এক কিলোমিটার রাস্তাজুড়ে পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে। নাজিমউদ্দিন রোডের ওই সড়কে সাংবাদিক প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানান, সকাল সাড়ে ৭টা থেকে কারাগারের সামনের অংশ নাজিমউদ্দিন রোড বন্ধ রাখা হয়েছে। পুলিশ সদর দফতর থেকে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে, সেভাবে দায়িত্ব পালন করছেন তারা।
সিনিয়র এসি ডিবি (ডেমরা জোন) নাজমুল হাছান ফিরোজ বাংলানিউজকে বলেন, কারাগারটি আদালতের কাছে হওয়ায় বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখানে নাশকতার আশঙ্কা থেকে বিভিন্ন বাহিনীর সদস্যরা তৎপর। তবে এখন পর্যন্ত কোনো শঙ্কা দেখছি না।
মামলার রায়ে খালেদা জিয়ার সাজা হলে পুরনো কারাগারে আনার বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে আমরা কিছু জানি না, এটা সরকারের সিদ্ধান্ত। আপাতত নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এদিকে জেলগেট এলাকায় জনসাধারণের চলাচল সীমিত দেখা যায়। প্রয়োজন ছাড়া মানুষ বাসার নিচে নামছে না। সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে। আশপাশে চলাচলকারী সন্দেহভাজন পথচারীদের পুলিশের জিজ্ঞাসাবাদ করতে দেখা যায়।
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
এমসি/এএ