অল্প সংখ্যক দোকান খুললেও ক্রেতা নেই বললেই চলে। নিউমার্কেটের বিপরীতে বলাকা ভবনে অবস্থিত চেরী সুজের স্বত্বাধিকারী আতাউর রহমান বাংলানিউজকে বলেন, সাড়ে ১০টার দিকে দোকান খুলেছি।
নীলক্ষেতের ফটোকপির দোকানগুলোতে নেই কোনো ব্যস্ততা। এসব দোকানের কর্মীরা অলস সময় পার করছেন। কয়েকজনকে দেখা গেলো মেশিনে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছেন।
নিউমার্কেট এলাকায় যানবাহন নেই বললেই চলে। মাঝে মধ্যে দুই-একটা বাস চলাচল করছে। ব্যক্তিগত গাড়ির সংখ্যাও হাতেগোনা।
নীলক্ষেত মোড়ে রাফিন প্লাজার সামনে অবস্থান নিয়েছে ১৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ওয়ার্ড সেক্রেটারি হাজী বিপ্লব সরকারের নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মী রাস্তার পাশে চেয়ারে বসে আছেন।
বিপ্লব সরকার বাংলানিউজকে বলেন, আমরা শান্তিপূর্ণ অবস্থান নিয়েছি। কেউ নাশকতা করে ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি করার চেষ্টা করলে পুলিশকে সহযোগিতা করবো।
বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
এসআই/আরআর