বুধবার (৭ ফেব্রুয়ারি) দিনগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। আটকদের কাছ থেকে খামের ভেতর লুকানো বিপুল পরিমাণ সৌদি রিয়াল উদ্ধার করে শুল্ক গোয়েন্দা।
আটকরা হলেন, গাইবান্ধার শাদুল্লাহপুরের এ কে রায়হান কায়সার এবং চাঁদপুর সদরের মো. হাসান পিংকু। ঢাকা-সিঙ্গাপুর রুটের একটি ফ্লাইটে সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল তাদের।
বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে জানা যায়, শুল্ক গোয়েন্দাদের একটি দল আগে থেকেই যাত্রী দু’জনের উপর নজর রাখছিলেন। এক পর্যায়ে তাদের কাছে কোনো বৈদেশিক মুদ্রা আছে কিনা জানতে চাইলে তারা অস্বীকার করেন।
পরে তাদের সঙ্গে থাকা দু’টি ট্রলি ব্যাগ ও একটি ব্যাকপ্যাক স্ক্যান করলে এতে সন্দেহজনক আলামত দেখতে পান শুল্ক গোয়েন্দারা। ব্যাগগুলো তল্লাশি চালিয়ে ভেতরে মোটা কাগজের খামে বিশেষ কায়দায় লুকানো মোট ১০ লাখ সৌদি রিয়াল (২ কোটি ২৫ লাখ টাকা) উদ্ধার করা হয়।
জানা যায়, আটকদের শুল্ক আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে গ্রেফতার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
এনএইচটি