ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অবরুদ্ধ পুরান ঢাকাবাসী!

মানসুরা চামেলী, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
অবরুদ্ধ পুরান ঢাকাবাসী! পুরান ঢাকার ফাঁকা গলি/ছবি: বাংলানিউজ

ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে বিভিন্ন অলিগলি বন্ধ থাকায় অবরুদ্ধ হয়ে পড়েছেন পুরান ঢাকার বাসিন্দারা।

জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষজন কোনো দিকে গেলে সদরঘাট, অাজিমুপুর, চকবাজার যেতে পারবেন বুঝে উঠতে পারছেন না। নাজিমউদ্দিন রোড, বকশিবাজার, হোসেনী দালাল লেনসহ বেশ কয়েকটি অলিগলির রোড বন্ধ থাকায় বিড়ম্বনায় পরতে হচ্ছে এলাকার বাসিন্দারা।

বকশীবাজারের বাসিন্দা সোলেয়মান বাবলা ব্যবসায়িক কাজে সদরঘাটে যাবেন। নাজিমউদ্দিন রোডের জেলে গেটে পৌছাতেই তাকে বহনকারী রিকশাটি ঘুরিয়ে দেয় পুলিশ।

বাবলা জানান, কোনো কারণ ছাড়াই হোসেনী দালাল থেকে রিকশা ঘুরিয়ে দিয়েছে। এবার এখান থেকে দিলো। অালী নেক দেউরী হয়ে ঘুরে সদরঘাট যেতে হলে দেড়ঘণ্টা লাগবে। অারো কোথায় অাটকাবে জানি না-যতো বিপদ অামাদের!

স্ত্রীসহ পলাশী থেকে চকবাজার যাওয়ার পথে আনোয়ার নামে একব্যক্তির রিকশা অাটকে দেওয়া হয় ঢাকেশ্বরীতে। পরে তারা হেঁটে লালবাগ পর‌্যন্ত যান। এরপর কারাহারের রাস্তায় আবারো অাটকালে বাধ্য হয়ে ফিরে যান।

প্রয়োজন ছাড়া রাস্তায় বের হচ্ছেন না পুরান ঢাকাবাসী। বিশেষ করে, ব্যবসার কাজে, এসএসসি পরীক্ষার্থীরা পরেছেন চরম বিড়ম্বনায়। অজানা অাতঙ্কে যাতায়ত করছেন তারা।  

পরীক্ষা শেষ করে বাসায় ফেরার পথে পরিবহনতো দূরের কথা হেটে বাসায় ফিরতে সমস্যায় পড়ছেন শিক্ষার্থীরা। জোর করে সবাইকে বাসায় ঢুকিয়ে দিচ্ছেন অাইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বাইরে থাকলে গ্রেফতারের ভয় দেখাচ্ছেন। যে দুই একটি দোকান খোলা ছিলো জোর করে তা বন্ধ করে দিয়েছে অাইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
এমসি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।