বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বেলা সোয়া ২টার দিকে তিনি কারাগারে প্রবেশ করেন।
কারাগারের ভেতরে আরও বেশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৫ বছর ও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অপর পাঁচ আসামির ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে ঢাকার বকশীবাজার কারা অধিদফতরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত বিশেষ আদালতে বিশেষ জজ-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান এ রায় দেন।
দুর্নীতি মামলার রায়ে সাজাপ্রাপ্ত খালেদা জিয়াকে পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখা হতে পারে বলে কারা অধিদফতর সূত্রে জানা গেছে। এ কারণে বুধবার থেকেই (৭ ফেব্রুয়ারি) কারাগারের আশপাশে নতুন করে সিসি ক্যামেরা বসানো হয়। মোতায়েন করা হয় র্যাব ও পুলিশ।
কারা অধিদফতরের একটি নির্ভরযোগ্যে সূত্র জানিয়েছে, খালেদা জিয়াকে নাজিমউদ্দিন রোডের কারাগারে রাখার সম্ভাবনাই বেশি। সেখানে একটি ভবনের দ্বিতীয়তলার ডে- কেয়ার সেন্টার ইতোমধ্যেই প্রস্তুত করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
এমসি/আরআর