ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় প্যাকেজিং কারখানার আগুন নিয়ন্ত্রণে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
আশুলিয়ায় প্যাকেজিং কারখানার আগুন নিয়ন্ত্রণে

আশুলিয়া, সাভার: সাভারের আশুলিয়ায় একটি প্যাকেজিং কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে ৫টার দিকে কুটুরিয়ার কেবিএস প্যাকেজিং অ্যান্ড এক্সেসরিজ লিমিটেড কারখানায় আগুন লাগে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ বাংলানিউজকে জানান, বিকেলে কারখানার দু’তলা ভবনের নিচতলায় গোডাউনে আগুন লাগে। পরে কারখানা কর্তৃপক্ষ খবর দিলে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কারখানার নিচতলার প্যাকেজিং তৈরির সরঞ্জাম নষ্ট হয়ে যায়। তবে কি কারণে আগুন লেগেছে তা জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।