বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে আহত পুলিশ সদস্যদের চিকিৎসা সেবার খোঁজ-খবর শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রাজধানীতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে পুলিশের ৬ সদস্য আহত হয়েছেন।
আইজিপি বলেন, নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিলো জনগণের সুরক্ষার জন্য। তাই তেমন কোনো ঘটনাও ঘটেনি। এ নিরাপত্তা ব্যবস্থা ততোদিন থাকবে যতোদিন আমরা মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারবো।
তিনি বলেন, কোনো নিরীহ মানুষকে যাতে হয়রানি করা না হয় সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
কোনো গণগ্রেফতার করা হচ্ছে না মন্তব্য করে আইজিপি বলেন, পুলিশ যাচাই-বাছাই করেই অপরাধীদের গ্রেফতার করছে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ বা ওয়ারেন্ট ও মামলা রয়েছে তাদেরই গ্রেফতার করা হচ্ছে।
আইজিপি বলেন, পুলিশের যে সদস্যরা আহত হয়েছেন, তাদের সুচিকিৎসার দায়িত্ব নিয়েছি। আগামীতে কেউ জ্বালাও-পোড়াও কর্মকাণ্ড করার চেষ্টা করলে, তাদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এসব কর্মসূচি প্রতিরোধে পুলিশ তৎপর থাকবে।
বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
এসজেএ/জেডএস