ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাবনায় বন্দুক ও ৫ রাউন্ড গুলিসহ পলাতক আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
পাবনায় বন্দুক ও ৫ রাউন্ড গুলিসহ পলাতক আসামি গ্রেফতার উদ্ধার করা বন্দুক ও গুলি

পাবনা: পাবনার আতাইকুলা থানার লক্ষ্মীপুর এলাকায় একটি বন্দুক ও পাঁচ রাউন্ড গুলিসহ হাবিবুল্লা (৩৫) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। হাবিবুল্লা ওই এলাকার কোবাদ হোসেনের ছেলে।

পাবনা র‌্যাব-১২, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রুহুল আমিন বাংলানিউজকে বলেন, হাবিবুল্লার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার লক্ষ্মীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি বন্দুক ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন। হাবিবুল্লার বিরুদ্ধে একটি অস্ত্র মামলা রুজু করা হয়েছে। শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ২২৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।