শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) ভোরে সদর থানাধীন ঘোড়াদহ খাঁপাড়া শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
পাবনা র্যাব-১২, সিপিসি-২, এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. রুহুল আমিন (এক্স) বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর এলাকার সুরুজের বাড়িতে অভিযান চালায় র্যাব। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, একটি দুইনলা বন্দুক, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি, নগদ ৫৫০ টাকা ও একটি মোবাইল সেটসহ সুরুজকে আটক করা হয়।
এ ঘটনায় সুরুজের বিরুদ্ধে পাবনা সদর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। এছাড়া, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। শনিবার (০৯ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে বলে বিজ্ঞপ্তিতে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৮
এনটি