বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাত থেকে ভোর পর্যন্ত দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি তাসরিফ-২, ৩ এবং এমভি জিহাদ-৭ লঞ্চে তল্লাশি করে এসব জাটকা জব্দ করা হয়।
পরে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় জব্দকৃত জাটকা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় ৫২ মাদ্রাসা, এতিমখানা ও স্থানীয় ৭০০ দুস্থ জনগণের মধ্যে জব্দকৃত মাছ বিতরণ করা হয়।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লে. বিএন লিঞ্চন আহমেদ বাংলানিউজকে বলেন, জব্দকৃত জাটকার আনুমানিক মূল্য নয় লাখ টাকা। জাতীয় সম্পদ ইলিশ রক্ষা ও নদী নিরাপত্তায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৮
এনটি