ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে প্রাইভেটকারের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৮
যাত্রাবাড়ীতে প্রাইভেটকারের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী দয়াগঞ্জে একটি প্রাইভেটকারের ধাক্কায় রাজ (৮) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে দয়াগঞ্জের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

রাজ দয়াগঞ্জ করাতিটোলার একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিলো।

তার বাবার নাম হানিফ। রাজ পরিবারের সঙ্গে ওই এলাকায় থাকতো।

রাজের চাচা আবু সালাম বাংলানিউজকে বলেন, দুপুরে বাসার সামনের রাস্তায় খেলা করছিলো রাজ। এসময় একটি সাদা রঙের গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৮
এজেডএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।