শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নীলফামারী জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে নীলফামারীর স্বেচ্ছাসেবী সংগঠন ভিশন-২০২১ আয়োজিত শিশুদের লেখা ছড়া ও কবিতা প্রতিযোগিতা ২০১৭ বিজয়ী ক্ষুদে কবিদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে সংস্কৃতিমন্ত্রী বলেন, ওরা যত বই পড়বে ততো ভাবনাগুলো পরিপূর্ণ হবে, ওদের ভাবনার জায়গাটা অনেক বড়।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম, পুলিশ সুপার জাকির হোসেন খান, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদ মমতাজুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন ভুঁইয়া, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওসমান গণি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসাস হাবিব প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৮
এনটি