ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব সম্প্রদায়ের আরো কাজ করতে হবে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৮
রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব সম্প্রদায়ের আরো কাজ করতে হবে বৈঠকে আবুল হাসান মাহমুদ আলী ও বরিস জনসন

ঢাকা: রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব সম্প্রদায়ের আরো কাজ করতে হবে। বাংলাদেশে এ নিয়ে অনেক এগিয়েছে, মিয়ানমারের পক্ষ থেকে এ বিষয়ে অগ্রগতি হওয়া প্রয়োজন।

শুক্রবার (০৯ জানুয়ারি) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও যুক্তরাজ্য পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শেষে একথা বলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন।

বৈঠকে নেতৃত্ব দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে শুক্রবার বিকেলে ঢাকায় এসেছেন।

বৈঠকে আলোচ্য বিষয়ে তিনি বলেন, টেকসই গণতন্ত্রের জন্য মুক্ত সংবাদ মাধ্যম ও অবাধ নির্বাচন প্রয়োজন।

কার্গো নিষেধাজ্ঞা তুলে নিতে সবরকম প্রস্তুতি শেষের দিকে। কিছুদিনের মধ্যেই এ সংক্রান্ত ঘোষণা আসছে বলেও জানান বরিস জনসন।

বাংলাদেশ-যুক্তরাজ্য দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় আলোচনা ছাড়াও কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন তিনি। প্রায় এক দশক পরে কোনো ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এলেন।

২০০৮ সালে তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড ঢাকায় এসেছিলেন।  

বৈঠকে বাংলাদেশ-যুক্তরাজ্যের দুই পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯,২০১৮
কেজেড/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।