শুক্রবার (০৯ জানুয়ারি) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও যুক্তরাজ্য পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শেষে একথা বলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন।
বৈঠকে নেতৃত্ব দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে শুক্রবার বিকেলে ঢাকায় এসেছেন।
বৈঠকে আলোচ্য বিষয়ে তিনি বলেন, টেকসই গণতন্ত্রের জন্য মুক্ত সংবাদ মাধ্যম ও অবাধ নির্বাচন প্রয়োজন।
কার্গো নিষেধাজ্ঞা তুলে নিতে সবরকম প্রস্তুতি শেষের দিকে। কিছুদিনের মধ্যেই এ সংক্রান্ত ঘোষণা আসছে বলেও জানান বরিস জনসন।
বাংলাদেশ-যুক্তরাজ্য দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় আলোচনা ছাড়াও কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন তিনি। প্রায় এক দশক পরে কোনো ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এলেন।
২০০৮ সালে তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড ঢাকায় এসেছিলেন।
বৈঠকে বাংলাদেশ-যুক্তরাজ্যের দুই পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯,২০১৮
কেজেড/জেডএস