ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শাহজালালে ভায়াগ্রা স্প্রে ও বিদেশি সিগারেট জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
শাহজালালে ভায়াগ্রা স্প্রে ও বিদেশি সিগারেট জব্দ বিদেশি সিগারেট ও ভায়গ্রা। ছবি: বাংলানিউজ

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ভায়াগ্রা স্প্রে ও বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। 

জানা গেছে, শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দিনগত রাতে বিমানবন্দরের ৪ নম্বর বেল্টে দুইটি লাগেজ পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। পরে কাস্টমস হলে লাগেজ দু’টি খোলা হয়।

লাগেজ থেকে ৭৫ প্যাকেট ভায়াগ্রা স্প্রে ভিগা ও ২৮ হাজার আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করা হয়।

বিমানবন্দরে রাত ১টা ১৫ মিনিটে কুয়েত থেকে আসা ফ্লাইটে করে লাগেজগুলো আসে। জব্দ করা পণ্যের মূল্য প্রায় ১১ লাখ টাকা।

সিগারেটের উপর উচ্চ শুল্ক ফাঁকি দেওয়ার জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
এনএইচটি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।