শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের খালেক ব্যাপারির বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- হাজিরহাট ইউনিয়নের সোনারচর গ্রামের পুষ্পিতা রাণী দাস ও আঁখি রাণী দাস।
জানা গেছে, পরীক্ষা শেষে অটোরিকশায় করে বাড়ি ফিরছিল পুষ্পিতা ও আঁখি। এসময় টেম্পুর সঙ্গে অটোরিকশার সংঘর্ষ লাগে। এতে তারা দুইজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. জাকির হোসেন বাংলানিউজকে জানান, দুই পরীক্ষার্থীর ডান হাত ও পায়ে গুরুতর আঘাত লেগেছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান বাংলানিউজকে বলেন, সড়ক দুর্ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে, আহত পরীক্ষার্থীরাসহ তাদের অভিভাবকরা আগামী দিনের পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে চিন্তিত।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
টিএ