শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে পরীক্ষা শেষে কেন্দ্র থেকে ইউএনওর গাড়ি বেরুলে এ ভাঙচুর চালায় শিক্ষার্থীরা।
এ সময় পরীক্ষাকেন্দ্রে রাখা ১০টি মোটরসাইকেল ও বিদ্যালয়ের দেয়ালও ভাঙচুর করা হয়।
শিক্ষার্থীদের দাবি, পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা অন্য কোনো কেন্দ্রে না গিয়ে যাদুরচর উচ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব পালন করেন। কোনো কারণ ছাড়াই পরীক্ষার্থীদের হয়রানি করায় এ ঘটনা ঘটেছে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৬২০ ফেব্রুয়ারি ১০, ২০১৮
এফইএস/এএটি