শনিবার(১০ ফেব্রুয়ারি) উপজেলার জয়ঝাপ উচ্চ বিদ্যালয় ও সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদেরকে অব্যাহতি ও বহিষ্কার করেন।
উপজেলা মাধ্যমিক অফিস সূত্রে জানা যায়, এসএসসি গণিত পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলা ইউএনও মোবাশ্বের হাসান সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনকালে দায়িত্ব অবহেলার কারণে ওই স্কুলের শিক্ষক নুরুল আমিন ও অঞ্জলি বিশ্বাসকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
এছাড়াও একই অপরাধে বহিষ্কার করা হয়েছে- উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনকালে সালথা মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী রুবেল খান, সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী গৌতম সরকার, নারানদিয়া উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী জিহাদ হোসেন ও রাজিব মোল্লা।
বহিষ্কার করার বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন ইউএনও মোহাম্মাদ মোবাশ্বের হাসান।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
এএটি