শনিবার (১০ ফেব্রুয়ারি) বেলা ২টায় কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে নিপীড়িত জনগোষ্ঠীটির খোঁজখবর নেন তিনি। কথা বলেন নারী-শিশুসহ কয়েকজন রোহিঙ্গার সঙ্গে।
পরে ব্রিটিশ পরররাষ্ট্রমন্ত্রী উখিয়ার বালুখালী-১ রোহিঙ্গা ক্যাম্পে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) হাসপাতাল পরিদর্শন করেন। এরপর বালুখালী-২ রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন দাতা সংস্থার কার্যক্রমও ঘুরে দেখেন তিনি।
এ সময় তার সঙ্গে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমসহ বাংলাদেশ সরকার ও ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের শীর্ষ কর্মকতারা।
গত বছরের আগস্টে মিয়ানমার সেনাবাহিনীর নিধনযজ্ঞ শুরু হলে তা থেকে বাঁচতে লাখো রোহিঙ্গা পালিয়ে আশ্রয় নেয় বাংলাদেশে। বিভিন্ন সংস্থার হিসাব মতে, ওই দমন-পীড়নের মুখে প্রায় ৭ লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে এসেছে। সবমিলিয়ে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা ১০ লাখেরও বেশি।
শুরু থেকেই এ রোহিঙ্গা সংকট নিরসনে বিশ্ব সম্প্রদায়ের পাশাপাশি তৎপর ব্রিটেন। বরিস জনসন বাংলাদেশ সফরে এসে রোহিঙ্গাদের দেখে এই অবস্থানই পরিষ্কার করলেন আরেকবার।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
টিটি/এইচএ/