শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়। লাইলি বেগম মহানগরীর শ্রীরামপুর এলাকার শরীফুল ইসলামের স্ত্রী।
মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, এটি লাইলি বেগমের দ্বিতীয় বিয়ে। এর আগেও তার বিয়ে হয়েছিলো। প্রথম স্বামীর নাম আজিজুল ইসলাম। কয়েকদিন আগে বর্তমান স্বামী শরীফুলের বাড়িতে বিষ পান করেন লাইলি। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিলো।
তিনি বলেন, তার আগের স্বামীর দুই সন্তান লাইলি বেগমের কাছেই থাকতো। তারা অভিযোগ করছে, মারধরের পর শরীফুল তাদের মায়ের মুখে বিষ ঢেলে দিয়েছে। এতেই তার মৃত্যু হয়। এ অভিযোগে প্রথম স্বামী আজিজুল থানায় মামলাও করতে এসেছিলেন। কিন্তু যেহেতু তিনি এখন লাইলির কেউ নন, তাই মামলা নেওয়া হয়নি।
ময়নাতদন্তের জন্য মরদেহ রামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
এ নিয়ে পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি হাফিজুর রহমান।
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
এসএস/জিপি