শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কামারপুকুর ইউনিয়নের আইসঢাল গ্রাম থেকে তাকে আটক করা হয়।
এলাকাবাসী জানায়, ট্রাক ড্রাইভার জাহিদের স্ত্রী মালেকা বেগম (৩৪) কয়েকদিন আগে অগ্নিদগ্ধ হলে স্থানীয়রা তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করে।
এদিকে, শনিবার দুপুরে তার মরদেহ দাফন করার সময় বাধা দেন মালেকার ছেলে মালেক ও তার মামারা। বিষয়টি সৈয়দপুর থানা পুলিশকে অবহিত করা হলে মালেকার মরদেহ উদ্ধার ও জাহিদকে আটক করে পুলিশ।
সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম লোকমান বাংলানিউজকে বলেন, ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে মালেকাকে হত্যা করেছেন জাহিদ।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান বাংলানিউজকে বলেন, জাহিদকে আটক এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
টিএ