রাশিয়ার রাজধানী মস্কো থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরবর্তী পেনজা অঞ্চলে শনিবার (১০ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়ে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত এই ক্যাম্প চলবে। এতে বাংলাদেশসহ সাতটি দেশের ১১ থেকে ১৬ বছর বয়সী ৪৩ শিশু অংশ নিচ্ছে।
আয়োজকরা বলছেন, বিভিন্ন বিষয়ে শিশুদের প্রতিভার বিকাশ, দক্ষতা বৃদ্ধি এবং একইসঙ্গে রাশিয়ার ঐতিহ্যবাহী মাসলেনিস্তা উৎসব সম্পর্কে সম্যক অভিজ্ঞতা অর্জনের সুযোগ থাকবে এই আয়োজনে। শীতের শেষ লগ্নে রাশিয়ায় সপ্তাহব্যাপী মাসলেনিস্তা উৎসব উদযাপন হয়।
১০ দিনব্যাপী ক্যাম্পটিকে বিভিন্ন সাংস্কৃতিক, অ্যাথলেটিক ও আর্টিস্টিক কর্মসূচি দিয়ে সাজানো হয়েছে। ক্যাম্প চলাকালে শিশুদের বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ, নিজস্ব অভিনয় দক্ষতা প্রদর্শন, নিজস্ব প্রদর্শনীর কিউরেট করা, শিক্ষামূলক কার্জক্রমে অংশগ্রহণসহ বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করা হবে।
‘রোসাটম’ দক্ষিণ এশিয়ার প্রধান নির্বাহী আন্দ্রেই শেভলিয়াকভ এ বিষয়ে বলেন, উদ্ভাবনী এ ক্যাম্পের মাধ্যমে শিশুদের ক্ষমতায়নের সুযোগ করে দিতে পেরে রোসাটম আনন্দিত। অন্যান্য দেশের সমবয়সীদের সঙ্গে ভাববিনিময় ও বন্ধুত্ব স্থাপনের মধ্য দিয়ে শিশুরা তাদের সুপ্ত সৃজনশীল সম্ভাবনাকে প্রকাশ করার সুযোগ পাবে বলে আমি আশা করি।
পেনজায় ক্যাম্পে অংশগ্রহণের পাশাপাশি শিশুদের রাশিয়ার বিভিন্ন আকর্ষণীয় ও ঐতিহাসিক স্থান ঘুরে দেখানো হবে। এর মধ্যে রয়েছে রেড স্কয়ার, সেইন্ট বাসিল ক্যাথেড্রাল, ইতিহাসভিত্তিক যাদুঘর, ক্যাথেড্রাল অব দ্যা ক্রাইস্ট দ্য সেভিওর, আকশচুম্বী অট্টালিকা কমপ্লেক্স, ক্রেমলিনের নয়নাভিরাম দৃশ্য ইত্যাদি।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
এসকে/এইচএ/