শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার নতুন রাস্তা মোড় এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটলেও রাত ১০টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
এদিকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।
হাসান বুক ডিপোর ম্যানেজার (সেলস) বেলাল খান বাংলানিউজকে বলেন, প্রায় ৩টার দিকে কারখানায় আগুন লাগে। এসময় কারখানায় দুপুরের খাবারের বিরতি ছিলো। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। এতে আমাদের প্রায় ৬০-৭০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক (ঢাকা) দেবাশীষ চন্দ্র বর্ধণ বাংলানিউজকে বলেন, আগুন নিয়ন্ত্রণে কেরানীগঞ্জ ও পোস্তগোলা ফায়ার স্টেশনের ৯টি ইউনিট একযোগে কাজ করছে। ঘটনাস্থলের কাছাকাছি পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না।
অতিরিক্ত পুলিশ সুপার রামানন্দ সরকার বাংলানিউজকে বলেন, আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি।
কেরানীগঞ্জে কুরিয়ার সার্ভিস ও ছাপাখানায় আগুন
বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
টিএ