শনিবার (১০ ফেব্রুয়ারি) পানি ও জন-উদ্ভাবন সম্মেলনের সমাপণী অনুষ্ঠানে কলাপাড়া উপজেলার মনোভৌমিক মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এক সুধী সমাবেশে তিনি এসব বলেন।
ফিরোজ বলেন, নদীর সঙ্গে স্লুইস সংযুক্ত বেড়িবাঁধের অভ্যন্তরীণ সকল খালের পানি কৃষকের কাজে ব্যবহারের স্বার্থে যথাযথ নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনে ফের স্লুইস খালাসি নিয়োগ দেওয়া হবে।
সম্মেলনে আরো বক্তব্য রাখেন- অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ, উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, একশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির, উপকূলীয় জনকল্যাণ ফেডারেশনের চেয়ারম্যান জয়নাল আবেদীন।
উপস্থিত ছিলেন, ভারতের গঙ্গা ভাঙন প্রতিরোধ সমিতির নেতা মো. তরিকুল ইসলাম, চায়নার নদী বিশেষজ্ঞ অধ্যাপক ঝাং লিয়ান, নেপালের ছাত্রনেতা কোসি নদী রক্ষা কমিটির সদস্য ও নেপাল কংগ্রেসের সদস্য মিসেস নাসবুল খান, নেপালের মহিলা অধিকার মঞ্চের নেত্রী সাবিত্রি পোখারেল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
এমএস/এনটি