শনিবার ( ১০ ফেব্রুয়ারি) বিকেলে দলটি ঢাকায় আসেন। তারা বাংলাদেশ হয়ে মিয়ানমার যাবেন।
ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে।
উচ্চপর্যায়ের এই প্রতিনিধিদলে ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার, বৈদেশিক সম্পর্ক ও বাণিজ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির প্রধানরা রয়েছেন। বাংলাদেশ সফর শেষে ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার ও বাণিজ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির প্রধানরা মিয়ানমার যাবেন।
ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক সাব কমিটির সভাপতি পিয়ার এন্টনি পেনজারির নেতৃত্ব প্রতিনিধি দলে রয়েছেন জেকহিম জিলিয়ার, সোরায়া পোস্ট, বারবারা লকবাইলার, উরমাস পায়েট, মার্ক তারাবেলা, জেন ল্যাম্ববার্ট, জেমস নিকলসন, রির্চাড করবেট, ওয়াজিদ খান, সাজ্জাদ করিম।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
কেজেড/এসএইচ