শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে ভোলাব তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) সেলিম মিয়া বাদী হয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ অর্থ বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে প্রধান আসামি করে মামলাটি দায়ের করেন।
মামলায় দু’জনকে গ্রেফতার দেখানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার শিংলাবো এলাকার মিয়াজ উদ্দিনের ছেলে রেজাউল করিম ওরফে রেজাউল মেম্বর ও রুহিলা এলাকার অ্যাডভোটকেট সামসুদ্দিনের ছেলে শাহেদ আহম্মেদ। এদের মধ্যে শাহেদ নারায়ণগঞ্জ মহানগড় ছাত্রদলের আহ্বায়ক।
এএসআই সেলিম মিয়া জানান, শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার জিন্দাপার্ক এলাকায় বিএনপির নেতাকর্মীরা নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় ৩৬ জনের নাম উল্লেখ এবং ২০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়।
বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
আরবি/